তার জন্ম ১৮৯৯ সালের ২৫ মে বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তিনি বিদ্রোহী কবি হিসেবে সর্বাধিক পরিচিত।
নজরুল রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা , সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, ছায়ানট, বিষের বাশী, সন্ধ্যা, দোলন চাপা, জিঞ্জির ও সাম্যবাদী।
লেখকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা এবং উল্লেখিত উপন্যাস বাধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা। তার রচিত বিখ্যাত নাট্যগ্রন্থগুলি হচ্ছে ঝিলিমিলি, পুতুলের বিয়ে, আলেয়া, মধুমালা।
স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে বিদ্রোহী কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এবং একই বছর বাংলাদেশের `জাতীয় কবি` হিসেবে ঘোষণা করে।
তার একটি বিখ্যাত উক্তি-
“আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি।”